Breaking News

সিলেটের অভিষেক ওয়ানডেতে বাংলাদেশ কি জয় পাবে ?

অবশেষে ক্রিকেটের তিন ফরম্যাটেই অভিষেক পূর্ণ হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। টি-টুয়েন্টি ও টেস্টের অভিষেক হয়েছে আগেই। শুক্রবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে অভিষেক হবে এই ফরম্যাটেরও।

বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে সিরিজ নির্ধারনী এই ম্যাচটি। সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ ও দ্বিতীয় ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

টি-টুয়েন্টিতে সিলেটের অভিষেক হয়েছিল সেই ২০১৪ সালে। তবে বাংলাদেশ এই মাঠে প্রথম খেলে চলতি বছরই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টির মধ্য দিয়ে। আর নভেম্বরে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট দিয়ে অভিষেক হয় ক্রিকেটের অভিজাত সংস্করণের। এবার পালা ওয়ানডের।

বাংলাদেশের অন্যতম নয়নাভিরাম ভেন্যু সিলেট ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠের প্রশংসা ঝরে পড়েছে টাইগার অধিনায়ক মাশরাফির কণ্ঠেও, ‘এই মাঠ অবশ্যই বাংলাদেশের অন্যতম সেরা। সিলেট এমনিতেই সুন্দর। স্টেডিয়ামের আশেপাশের এলাকাটাও খুব সুন্দর। সৌন্দর্যের কথা যদি বলেন তাহলে তো অবশ্যই এটা অন্যতম সেরা।’

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েলও মুগ্ধ এই স্টেডিয়াম দেখে, ‘এটা খুব সুন্দর স্টেডিয়াম। সুযোগ সুবিধা দেখে আমি অভিভূত। দুর্দান্ত বলা যায়।’

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বলতে গেলে মঙ্গলবার ওশানে থমাসের গতির সামনে বেশ ভুগেছে টাইগার ব্যাটসম্যানরা। তাই সিলেটেও পেসারদের গতি দিয়ে বাংলাদেশকে কুপোকাত করতে চায় সফরকারীরা।

প্রথম দুই ওয়ানডেতেই তিন বিশেষজ্ঞ পেসার খেলিয়েছে উইন্ডিজ। ছিলেন একজন পেস অলরাউন্ডারও। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ১০ উইকেটের ছয়টিই তুলেছেন পেসাররা। তাই পেসারদের দিয়ে বাংলাদেশকে কাবু করতে চান পাওয়েল, ‘বাংলাদেশ পেস খেলতে স্বস্তিবোধ করে না। আমরা অবশ্যই এই জায়গাটা খোলসা করতে চাইব। আশা করছি কাল সেটা পারব।’

এদিকে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ নিয়ে মোটেও চিন্তিত নন মাশরাফি, ‘ইনিংসের শুরুতে হয়তো কিছুটা সমস্যা হতে পারে, এটা স্বাভাবিক। সাকিবও খুব আরামসেই খেলেছে এবং শটও খেলতে পেরেছে। আমার মনে হয় না ওদের পেসাররা খুব একটা কিছু করতে পেরেছে। আগে একটা সময় ছিল যে, এই ব্যাপারগুলো অনেক প্রভাব ফেলত, এখন আর সেটা ওই জায়গাতে নেই।’

এই স্টেডিয়ামে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। প্রথম টি-টুয়েন্টিতে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। আর টেস্টেও হেরেছে জিম্বাবুয়ের কাছে। তবে ওয়ানডেতে ভিন্ন গল্পই লিখতে হবে মাশরাফিদের। এই ম্যাচ হারলে সিরিজই খোয়াতে হবে স্বাগতিকদের।

Check Also

PaTuAkHali Ryderz

পটুয়াখালী রাইডার্সের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো উদযাপন

“Think Safe Ride Safe Be Safe” এই স্লোগান নিয়ে দেশের দক্ষিন অঞ্চলের সর্ববৃহৎ বাইক স্যান্ড …

Leave a Reply