Breaking News

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ এর স্থলে ৩৫ করার সুপারিশ!

বাংলাদেশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত বাড়ানো হবে তা নিয়ে আবারো চিন্তার মধ্যে পড়েছেন সংসদীয় কমিটি। তাই সংসদীয় কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর ও চাকরি থেকে অবসরের বয়স বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আবারও সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়কে। সোমবার সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫

সংসদীয় স্থায়ী কমিটির সভার বৈঠক শেষে সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত জুনে সংসদীয় কমিটি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য সুপারিশ করেছিল। যদিও এর মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার আলোচনা চলছিলো। কিন্তু ছাত্র সমাজের কাছে ৩২ এর গ্রহনযোগ্যতা ছিলো না। শুরুথেকেই ছাত্রসমাজের দাবি ছিল ৩৫ করার।

বৈঠক সূত্র জানায়, বয়স বাড়ানোর বিষয়ে এখনও সরকারের নীতিগত সিদ্ধান্ত না পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারছে না। এই প্রেক্ষাপটে সংসদীয় কমিটি থেকে আবারও সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩২ না করে ৩৫ করার সুপারিশ করা হলো।

Check Also

মুক্তিযুদ্ধ মঞ্চ

মুক্তিযুদ্ধ মঞ্চের ৩ নেতা রিমান্ডে

ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্য ছাত্রদের ওপর হামলা মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতার রিমান্ড …

Leave a Reply