Breaking News

ভাই জাহিদ কে নিয়ে মোটেও শান্তিতে নেই বুবলি

বেশ কিছুদিন ধরেই আলোচিত ছিলেন বুবলি। তবে নিজের ক্যারিয়ার নয়, তিনি অশান্তিতে ছিলেন তার ভাইয়ের কাহিনী নিয়ে। নিজের অনুষদে ফেইল করার পরে তার ভাই ফার্স্ট হোন ঘ ইউনিটে।

যেটা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনার। খোঁজ নিয়ে জানা গেল, ‘একটি প্রেম দরকার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শুটিং হচ্ছে শাকিবের জান্নাতে। তাহলে ফোন ধরছেন না কেন! এমন প্রশ্নে এক বার্তা পাঠালেন বুবলী, তিনি এখন মানসিকভাবে কথা বলার অবস্থায় নেই। প্রচন্ড মানসিক অশান্তিতে আছেন। কেন এই অবস্থা সে বিষয়ে অবশ্য খোলাসা করে কিছু বলেননি।

তবে অনেকটা আঁচ পাওয়া গেছে, ভাইয়ের কারণেই এমনটা হতে পারে ঢালিউডের বর্তমান কুইনের। সি‌নেমার গ‌ল্পের ম‌তোই হঠাৎ তু‌খোড় মেধাবী হ‌য়ে গেল না‌য়িকা বুবলীর ছোট ভাই জাহিদ হাসান আকাশ। গ ইউনিটের পরীক্ষায় যে পাসই করেনি, আর ঘ ইউ‌নি‌টে প্রথম।

আরও পড়ুনঃ ঢাবি ঘ ইউনিটে উত্তীর্ণদের পুনরায় পরীক্ষা দিতে হবে

এরপরে অবশ্য বাতিল হয়ে যায় সেই ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল। পাস করা ১৮ হাজার শিক্ষার্থীদের আবার পরীক্ষা দিতে হবে। তাই এখন সবাই অধির আগ্রহে অপেক্ষা করতেছেন বুবলির ভাই জাহিদ হাসান আকাশের নতুন রেজাল্ট কি হবে সেটা দেখার জন্য।

Check Also

পাঁচটি প্রেম করছেন জোভান

একসঙ্গে পাঁচটি প্রেম করছেন জোভান

আজ রাতে দীপ্ত টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘দি পাবলিক’। এটি লিখেছেন ফজলুল হক আকাশ। …

Leave a Reply