Breaking News

নৌকার মাঝি হতে পারেননি যেসব তারকারা

একাদশ সংসদ নির্বাচনে আ.লীগের প্রার্থী হতে এবার ডজন খানেক তারকা মনোনয়ন ফরম কিনেছেন। নিজের পক্ষে চালিয়েছেন প্রচারণা। তবে শেষ পর্যন্ত অধিকাংশ তারকারই ঠাঁই হয়নি নৌকায়।

তারানা হালিম
বর্তমান সরকারের সংরক্ষিত আসনে ডাক টেলিযোগাযোগ ও সর্বশেষ তথ্য প্রতিমন্ত্রী হন তারানা হালিম। এবার টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে আ. লীগের হয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। শেষ পর্যন্ত এ আসনে জেলা আ. লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটুকে মনোনয়ন দেওয়া হয়।

রোকেয়া প্রাচী
অভিনয়ের পাশাপাশি রাজপথে সোচ্চার ছিলেন রোকেয়া প্রাচী। ২০১৪ সালে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়ে পাননি। এবার নির্বাচনে অংশ নিতে ফেনী-৩ আসন থেকে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ আসনে কাউকে এখনও চূড়ান্ত করা হয়নি। শোনা যাচ্ছে, এ আসনে জাতীয় পার্টির হয়ে মনোনয়ন পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

তারিন
মনোনয়ন দৌড়ে এবার দেখা গেছে অভিনয়শিল্পী তারিনকেও। তিনি ঢাকা-১০ আসনে আ. লীগের হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এ আসনে শেখ ফজলে নূর তাপসকে চূড়ান্ত করা হয়।

জ্যোতিকা জ্যোতি
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে প্রার্থী হতে আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি। এ আসনে আ. লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ নাজিউদ্দিন আহমেদ।

মনোয়ার হোসেন ডিপজল
বাংলাদেশের চলচ্চিত্রে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ঢাকা-১৪ (মিরপুর) আসনে আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন। শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এ আসনে আ. লীগের বর্তমান সাংসদ আসলামুল হককে এবারও মনোনয়ন দেওয়া হয়েছে।

সিদ্দিকুর রহমান
কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পান টাঙ্গাইলের সিদ্দিকুর রহমান। টাঙ্গাইল-১ আসনে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক আছেন। তিনি পরপর তিনবার এ আসনে এমপি নির্বাচিত হয়েছেন। এবারও তাকে আ. লীগ থেকে নির্বাচনে লড়ার টিকিট দেওয়া হয়েছে।

Check Also

ইসি সচিব হেলালুদ্দীন

বিএনপির বেশিরভাগ অভিযোগের সত্যতা নেইঃ ইসি সচিব হেলালুদ্দীন

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ করা …

Leave a Reply