Breaking News

ঈশার বিয়েতে খাবার পরিবেশন করলেন শাহরুখ-ঐশ্বরিয়া!

ধরুন আপনি কোনও এক বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত। ডিনার করতে বসেছেন। আর আপনাকে খাবার সার্ভ করছেন অমিতাভ বচ্চন। কখনও বা শাহরুখ খান, আমির খান। এই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চনও!

শুনে অবাক হচ্ছেন হয়তো। কিন্তু মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে ঠিক এমন ব্যবস্থাই করেছিলেন। ঈশা আম্বানি, আনন্দ পিরামলের বিয়ের প্রীতি ভোজে আমন্ত্রিতরা এই আপ্যায়নই পেয়েছেন। অতিথিদের খাবার বেড়ে দিচ্ছেন বলিউড সেলেবরা। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শাহরুখ খান বলিউডের পারফেক্ট হোস্ট। এ তথ্য মানেন বলি ইন্ডাস্ট্রির অনেকেই। ঈশার বিয়েতে কনেপক্ষের হয়ে অতিথি আপ্যায়নের পুরোভাগে ছিলেন কিং খান। সব্যসাচীর ডিজাইনার শাড়িতে সেজে খাবার পরিবেশনের সময় মেয়ে আরাধ্যকে নিয়ে নজর কেড়েছিলেন ঐশ্বরিয়াও। রূপার বাটিতে খাবার বেড়ে দিচ্ছেন আমির খান, এমন ভিডিওও ছড়িয়েছে ওয়েব দুনিয়ায়।

প্রথমে নাচ-গানের পারফরমেন্স। তারপর খাবার বেড়ে দেওয়া। যেভাবে গোটা বলিউড ঈশার বিয়েতে জড়িয়ে ছিলেন, তাতে জাঁকজমকের দিক থেকে মুকেশ কন্যার বিয়েকেই ২০১৮-র সেরা তকমা দিতে চান অনেকেই।

Check Also

তনুশ্রী দত্ত আসলে একটা লেসবিয়ান

তনুশ্রী দত্ত আসলে একটা পুরুষ, আমাকে একাধিকবার ধর্ষণ করেছিলঃ রাখি সাওয়ান্ত

বলিউডে তনুশ্রী দত্তের সুবাদে #মিটু মুভমেন্ট শুরু হওয়ার পর থেকেই চারিদিকে এখন তারই নাম। তনুশ্রীর …

Leave a Reply